Tuesday, September 1, 2015

এন্ড্রইডের বুট লোগো চেঞ্জ করুন CWM দিয়ে ( How to change Boot logo Android ( Bangla )

How to change boot logo of android by CWM

আমি আজ দেখাব কিভাবে আপনার এন্ড্রইড ফোনের বুট লোগো পরিবর্তন করবেন । উদাহরন হিসেবে আপনি নিচের বুট লোগো টা ব্যাবহার করতে পারেন । 

  • প্রথমে এখান থেকে zip ফাইল টা Download করে নিন । 
  • এবার update.zip ফাইলটা আপনার ফোনের SD card এ রাখুন (root direction)
  • এবার আপনার ফোনটি CWM recovery mood এ অন করুন । (power+volume down)
  • যদি আপনার ফোনে CWM না থাকে তবে www.forum.xda-developers.com থেকে দেখে নিন কিভাবে CWM install করতে হয় । অথবা আমার পরের পোস্টের জন্য অপেক্ষা করুন ।
  • এবার CWM থেকে install zip from SD সিলেক্ট করুন ।
  • এবার install update.zip সিলেক্ট করুন । 
  • কাজ শেষ । এবার ফোন restart দিন আর আপনার নতুন বুট লোগো দেখুন কাজ করছে । 
--Good Luck--

No comments:

Post a Comment